১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

ঝিনাইদহে অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে শহরে একটি হত্যা মামলার পরিকল্পনাকারী হিসেবে স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম ও তার সহযোগী বাপ্পীকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকেলে সদর উপজেলার ঝিনুকমালা আবাসন প্রকল্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম শহরের আরাপপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও বাপ্পী হরিণাকুন্ডু উপজেলার কেসমতপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৭’শ ৫০ পিচ ইয়াবা।

গত ৬ আগস্ট দুপুর দেড়টার সময় পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আনসার আলী বাদী হয়ে ৮ জনকে আসামি করে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের করে। সাইফুল এ হত্যার মুল পরিকল্পনাকারী বলে আদালতে স্বীকারোক্তি দেয় আসামি শিমুল হোসেন। তবে সাইফুলের পরিবারের দাবি গত তিনদিন আগে হরিণাকুন্ডু ফায়ার স্টেশন থেকে কে বা কারা তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। সেই থেকে সাইফুল নিখোঁজ ছিল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১০:৫২ পূর্বাহ্ণ