১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

নাটোরে পাঁচ ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক:

অস্বাস্থ্যকর পরিবেশে ও নষ্ট মেশিন দিয়ে চিকিৎসা সেবা দেওয়া সহ স্বাস্থ্য সেবায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নাটোরের পাঁচটি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে। ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও প্যাথলজিক্যাল ল্যাবে সিলগালা করে দেয়া হয়েছে। বুধবার দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান ও র‌্যাব-৫ সিপিসি-২ এর কমান্ডার এএসপি শেখ আনোয়ার হোসেন জানান, শহরের বিভিন্ন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য সেবায় অনিয়মের অভিযোগে পাওয়া যায়। এরপর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে ওই সব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে সমস্যার সত্যতা পাওয়া যায়।

বুধবার দিনব্যাপী শহরের কানাইখালী এলাকায় অবস্থিত পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় সেখানে অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ, অপারেশন সার্চ লাইট নষ্ট সহ ল্যাবের বিভিন্ন মেশিন অকেজ অবস্থায় পাওয়া যায়। এতে পপুলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার ও প্যাথলজিক্যাল ল্যাবে সিলগালা করে দেওয়া হয়েছে।

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাবের পরীক্ষা-নিরীক্ষার নষ্ট মেশিন দিয়ে রিপোর্ট তৈরী সহ বিভিন্ন অভিযোগে শহরের মুক্তি ক্লিনিকের ২ লাখ,সেফা ক্লিনিকের ২ লাখ, চামেলী ডায়াগনস্টিক সেন্টারের ৫০ হাজার ও নাটোর জেনারেল হাসপাতালের দেড় লাখ টাকা জরিমানা সহ তাদের সতর্ক করা হয়। অভিযানকালে র‌্যাব-৫ সিপিসি-২ এর কমান্ডার এএসপি শেখ আনোয়ার হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এএইচএম ফেরদৌসসহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ