১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫০

ঝিনাইদহে গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ মামুন হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

উপজেলার গুড়দাহ গ্রামে নিজ বাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামুন ওই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মামুন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধার করা গাঁজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :অক্টোবর ৫, ২০১৭ ১০:০৯ পূর্বাহ্ণ