১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

বাঞ্ছারামপুর বন্ধু মহলের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য ত্রান প্রদান

  বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাহ্মণ বাড়ীয়ার জেলার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একটু একটু করে মিয়ানমার রাখাইন রাজ্য থেকে আগত অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়েছে ।বাঞ্ছারামপুরের ছলিমাবাদ, বুধাইর কান্দি,ছয়ানি,আইয়ূবপুর,এর বিভিন্ন স্থানে থেকে কেম্পইন করা সহ এর আশে পাশের বিভিন্ন গ্রামের মানুষজন এ ত্রাণ সংগ্রহে অংশ গ্রহন করেন। এলাকার মানুষজন তাদের সাধ্যমত বিভিন্ন নতুন-পুরাতন কাপড় ও খাদ্য সামগ্রী দান করে।

 সরেজমিনে গিয়ে দেখা যায়, নগদ অর্থ  দিয়ে  অসহায়দের জন্য শুকনা খাদ্য সামগ্রী, মোম, ম্যাচ,চিড়া, গুর,বিস্কিট ও ঔষধ,ইত্যাদি জমা কর হয়।৫ শত ৩০ বস্তা বর্তি  ত্রাণ নিয়ে সহায়তা কমিটি জানান, এই খাদ্য বস্ত্র গুলো অসহায় রোহিঙ্গাদের জন্য পাঠানো হয়। এজন্য চলছে প্যাকেটিং এর কাজ । এ বিষয়ে আরো জানান, অসহায় রোহিঙ্গাদের দেখতে শুক্রবার বিকাল ৬ টার সময় বাঞ্ছারামপুর বাজার ব্রীজ থেকে ১ টি বাস ও ১ টি ট্রাক ছেড়ে যায়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ৯:৪১ অপরাহ্ণ