২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪২

ডা. জিবরানকে র‌্যাব গ্রেফতার করেছে, দাবি স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

মোহাম্মদপুরের ডিসেন্ট ডেন্টাল কেয়ার হাসপাতালের নিজ চেম্বার থেকে তুলে নেয়া চিকিৎসক মিনহাজ ইয়ামিম জিবরানকে র‌্যাব গ্রেফতার দেখিয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী ডা. মানতাসা। মঙ্গলবার রাত ১০টার পর তিনি এ তথ্য জানান। যদিও এ বিষয়ে র‌্যাবের কোন কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

ডা. মানতাসা বলেন, আমার স্বামীর খোঁজ পাওয়া গেছে। কোন একটি মামলার আসামির ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি। পরে তাকে গতকাল বিকালে আদালতে তোলা হয়। সেখান থেকে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো বলেন, আমার বিশ্বাস আমার স্বামী কোন অপরাধ করতে পারেন না, তিনি নির্দোষ। তিনি যদি কোন অপরাধ করেও থাকেন তাহলে তাকে কেন প্রকাশ্যে গ্রেফতার করা হলো না, কেন লুকোচুরি করা হলো। এদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর বলেন, ‘ডা. জিবরান রাজশাহীতে থাকাকালে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০১৪ সালে মোহাম্মদপুর থানায় গ্রেফতারও হয়েছিলেন। এখন হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর কারো হাতে আটক আছেন।’

প্রসঙ্গত, ডা. জিবরান প্রতিদিনের মতো সোমবার সলিমুল্লাহ রোডের ডিসেন্ট ডেন্টাল কেয়ার সেন্টারের চেম্বারে যান। রাত ৮টার দিকে দু’জন লোক রোগী সেজে চিকিৎসা নিতে চেম্বারে প্রবেশ করে।

এ সময় তাদের একজনের নাম রাজু বলে খাতায় লিপিবদ্ধ করে এবং একটি মোবাইল নাম্বারও লিপিবদ্ধ করে। চেম্বারে ঢুকার কিছুক্ষণ পর একজন চেম্বার থেকে গাড়ি লক করার কথা বলে বের হয়ে নীচ থেকে আরো দু’জন লোক নিয়ে ওপরে এসে মোহাম্মদপুর থানার পুলিশ বলে পরিচয় দেয়।

এরপর ডা. জিবরানের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে বলে তাদের সঙ্গে থানায় যেতে হবে। কোনো ধরনের হইচই না করতে তাকে ভয় দেখনো হয়। একপর্যায়ে পুলিশ পরিচয়দানকারীরা তাকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১:০৪ অপরাহ্ণ