নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের শাহপরীর দ্বীপে থেকে ৩৯ রোহিঙ্গা মাঝি-মাল্লাকে আটক করেছে পুলিশ ও বিজিবি। শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্টে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফের ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক এস এম আরিফুল ইসলাম জানান, রাতে রোহিঙ্গাদের বাংলাদেশে পার করার সময় ৩৪ ট্রলার মাঝিকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, রাতে শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ৫ রোহিঙ্গা ট্রলার মাঝিকে আটক করা হয়। অপরদিকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, এসব রোহিঙ্গা মাঝিদের ব্যবহার করছে মিয়ানমার সরকার। না হলে এসব মাঝির পরিবার কি করে এখনো মিয়ানমারে বসবাস করতে পারে। রোহিঙ্গাদের বাংলাদেশে পার করে দিতে এসব রোহিঙ্গা মুসলিমদের ব্যবহার করে নিজেদের আড়াল করছে বলেও অভিযোগ তাদের।
দৈনিক দেশজনতা /এমএইচ