১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

স্যান্ডেলের ভেতর ২২ হাজার ডলার, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

স্যান্ডেলের মধ্যে রেখে সাড়ে ২২ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি ১৮ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা) পাচার করে আনার সময় বেনাপোল চেকপোস্টের সাদিপুর মোড় থেকে মাহমুদুল হাসান লিটন (৩৫) নামে এক মুদ্রা পাচারকারী পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মাহামুদুল হাসান নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বৈবাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে। তার পাসপোর্ট নং বিকিউ- ০১৪২৪১৪। তিনি ভারত থেকে ডলারগুলো বাংলাদেশে পাচার করে নিয়ে আসেন।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল ওহাব জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নিজস্ব গোয়েন্দা আব্দুল করিম সিপাই নজরুল ইসলামকে নিয়ে লিটন নামে এক পাসপোর্টযাত্রীকে ক্যাম্পে ডেকে আনেন। পরে তার পায়ের স্যান্ডেলের মধ্য থেকে সাড়ে ২২ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লিটনকে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ৪, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ