আন্তর্জাতিক ডেস্ক:
রহস্যজনক হামলা অসুস্থ্য হয়ে পড়ায় কিউবার মার্কিন দূতাবাসের অর্ধেক কর্মীই প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মার্কিন নাগরিকদের দেশটিতে ভ্রমণে সতর্কতা করে দিয়েছে। হোটেলেও এ ধরণের কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে। বিবিসির সংবাদ।
কমপক্ষে ২১ জন মার্কিন কর্মকর্তার কারও মস্তিষ্কে আঘাত, বধিরতা সৃষ্টি, মাথা ঘোরা ও বমি বমি ভাব সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হয়েছে। এছাড়াও দুই কানাডিয়ান নাগরিকও এ ধরণের ঘটনার স্বীকার হয়েছেন। কর্মকর্তা প্রত্যাহার করে নেয়াকে যুক্তরাষ্ট্রের ‘তড়িৎ সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে কিউবা জানিয়েছে যে, এটি দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে কিন্তু এরপরেও যুক্তরাষ্ট্রের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান, এ রহস্যজনক হামলার তদন্ত চললেও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, এটি তরঙ্গজনিত কোন আক্রমণ। যদিও কিউবা এর সাথে কোন ধরণের সম্পৃক্ততা অস্বীকার করেছে। ঘটনার তদন্তে এফবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সূত্রে একজন কর্মকর্তা জানান, আমরা এখনো জানি না কিভাবে কোন প্রক্রিয়ায় এ ধরণের আক্রমণ হয়েছে।
এদিকে কিউবার ভিসা প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “কিউবার সরকার মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমাদের জরুরী কর্মকাণ্ড সংকুচিত রাখা হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ