১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৮

নওগাঁয় বিদেশী পিস্তল তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার-১

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ সুলতান মোল্লা (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নওগাঁ শদর উপজেলা চকরামপুর মহল্লা থেকে অস্ত্রসহ সুলতানকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুলতান নওগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের মৃত সামসুল মোল্লার ছেলে।

পুলিশ জানান, অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম সুলতান মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার দেহ তল্লাশী করে আমেরিকার তৈরী একটি পিস্তল, ৩রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সুলতান মোল্লা আন্তঃজেলা ডাকাত ও মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য। তার বিরুদ্ধে ঢাকায় একটি অস্ত্র মামলা, নওগাঁর মান্দা থানায় একটি ডাকাতি মামলা, দিনাজপুরের হাকিমপুর থানায় মোটরসাইকেল চুরি ও নওগাঁ সদর মডেল থানায় ৪টি মোটরসাইকেল চুরির অভিযোগে মামলা রয়েছে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৯:২৭ অপরাহ্ণ