৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫৪

শ্যামনগরে তিনদিন ব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি:

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে কর অঞ্চল খুলনার আয়োজনে তিন দিন ব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি মোঃ মঞ্জুর আলম,যুগ্ম কর কমিশনার ,কর অঞ্চল খুলনা। প্রধান অতিথি বক্তব্যে বলেন দেশের উন্নয়নের জন্য আয়কর দিতে হবে।পদ্মাসেতু সহ অন্যান্য উন্নয়ন মুলক কাজ হচ্ছে আয়কর দেওয়ার জন্য। জনগণের দোর গোড়ায় কর সেবা পেীঁছে দেওয়ার লক্ষে এ আয়কর মেলা।
সার্কেল-১৬এর অতিরিক্ত সহকারী কর কমিশনার আ ন ম শেখ আফজাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর ভারপ্রাপ্ত ইউএনও সুজন সরকার,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক,ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এম আমির হোসেন,জি এম আকবর কবীর সভাপতি শ্যামনগর উপজেলা প্রেসক্লাব প্রমুখ।
অনুষ্ঠানে বেশ কয়েকজন নতুন করদাতাকে সনদপত্র প্রদান করা হয়।
জানা যায় এ মেলায় করদাতাগণের ই-টিআইএন রেজিস্ট্রেশন,২০১৭-১৮ কর বছরের আয়কর রিটার্ন দাখিল,আয়কর রিটার্ণ পুরণে সহযোগিতা,আয়কর রিটানের প্রাপ্তি স্বীকার পত্র প্রদান,নতুন করদাতাগণকে আয়কর সনদপত্র প্রদান সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৯:২২ অপরাহ্ণ