১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৯

জান্নাতুল নাঈমের মিস বাংলাদেশ খেতাব বাতিল

বিনোদন ডেস্ক:

জান্নাতুল নাঈম এভ্রিলের মিস বাংলাদেশ খেতাব বাতিল করা হয়েছে। নতুন বিজয়ীর নাম ঘোষণা করতে যাচ্ছে প্রতিযোগিতার যৌথ আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট।

এজন্য বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। জান্নাতুল নাঈম এভ্রিলের আসল নাম জান্নাতুল নাঈম আমেনা।

নানা সংবাদ মাধ্যমে এসেছে তার বিয়ের কিছু ছবি ও ভিডিও। যা মিস ওয়ার্ল্ডের প্রাথমিক যোগ্যতার পরিপন্থী। আর এ কারণেই তাকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে।

গেলো ২৯শে সেপ্টেম্বর ঘোষণা করা হয় মিস বাংলাদেশের নাম। প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করলেও, কিছুক্ষণের মধ্যেই বিচারকদের সিদ্ধান্ত বদল করে আয়োজক স্বপন চৌধুরী মঞ্চে উঠে বিজয়ী ঘোষণা করেন জান্নাতুল নাঈম এভ্রিলকে।

আর জান্নাতুল সুমাইয়া হিমিকে ঘোষণা করা হয় দ্বিতীয় রানারআপ। প্রথম রানারআপ হন জেসিয়া ইসলাম।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ৮:৫৭ অপরাহ্ণ