১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:২৫

রংপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার জায়গীরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে রংপুরগামী ১০ টাকা কেজি দরের চাল নিয়ে একটি ট্রাক রংপুর যাচ্ছিল। অন্যদিকে রংপুর থেকে বগুড়ার শেরপুরে যাচ্ছিল একটি পিকআপ। মিঠাপুকুরের জায়গীরহাট নামক এলাকায় আসার পর যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং ছয়জন আহত হয়।

আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতদের রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ধীরেন্দ্রনাথ। তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১২:৪৬ অপরাহ্ণ