১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৫

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৭

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল চান্দিনার নূরীতলার গোবিন্দপুর নামক স্থানে কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্তায় থাকা আরও ২ জনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ