১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৮

মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত সার্জেন্ট আলতাফ

দিনাজপুর প্রতিনিধি:

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় নিহত সার্জেন্ট আলতাফ মন্ডলের (৪০) মরদেহ দিনাজপুরে গ্রামে বাড়ি পৌঁছার সাথে সাথে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন হয়েছে। হাউ মাউ করে মরদেহ জড়িয়ে কেঁদে উঠেছে তার দু’মেয়ে ও স্বজনেরা। আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা গেছেন ছেলের মরদেহ দেখে। রোববার সন্ধায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রাামের বাড়িতে এসে পৌঁছে আলতাফের মরদেহ। সন্ধ্যা সাড়ে ৭ টায় রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টায় কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে নামাজে জানাযার পর রাষ্ট্রীয় মর্যাদা শেষে ৭ টায় বীরউত্তম শহীদ মাহবুব হোসেন সেনানিবাসের ১৩ বীর ব্যাটালিয়নের লেফটেনেন্ট তাওসিফের এর নেতৃত্বে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এসময় মা, স্ত্রী, কন্যাসহ আত্মীয়স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।
রোববার ভোর ৪টায় জাতিসংঘের বিশেষ হেলিকপ্টার যোগে মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে। সেখান থেকে মরদেহ ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। ঢাকা সেনানিবাসে নামাজে জানাজা শেষে হেলিকপ্টারযোগে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে আসা হয়। এখানে দ্বিতীয় জানাজা ও আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর গাড়িযোগে সড়ক পথে সার্জেন্ট আলতাফ মন্ডলের মরদেহ তার গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার ১০ নং পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে সন্ধায় পৌঁছে। সেখানে কুতুবডাঙ্গা ঈদগাহ মাঠে মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে বিশ্বনাথপুর মসজিদ সংলগ্ন গোরস্থানে দাফন করা হয়।
এদিকে বিদ্রোহীদের হামলায় নিহত সার্জেন্ট আলতাফ মন্ডলের মরদেহ গ্রামের বাড়ি বিশ্বনাথপুর মন্ডলপাড়ায় পৌঁছার খবরে আত্মীয়-স্বজনেরা ভিড় করে সেখানে। পরিবার পরিজনের মধ্যে সকাল থেকে চলতে থাকে শোকের মাতম। ছেলে নিহতের সংবাদে আলতাফ হোসেনের ক্যানসার আক্রান্ত মা সুরতজান বিবি বারবার মূর্ছা যায়। স্ত্রী নাসিমা বেগম, দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়ার (১০) আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। কোনোভাবেই তাদেরকে কেউ শান্তনা দিতে পারছিলোনা। আলতাফ মন্ডল দুই ভাই এক বোনের মধ্যে মেজো। আলতাফের স্ত্রী নাসিমা ও তার দুই মেয়ে মিম (১৭) ও সুমাইয়া(১০) নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে বসবাস করেন। সৈয়দপুর ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজে মিম একাদ্বশ এবং সুমাইয়া ৫ম শ্রেণিতে পড়ালেখা করে।
নিহত সার্জেন্ট আলতাফ মন্ডল ১৯৯২ সালে সেনাবাহিনীতে যোগ দেন। সৈয়দপুর সেনানিবাস থেকেই ৪ মাস আগে শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেন। তার মা সুরতজান বিবি (৬০) ক্যানসারে আক্রান্ত। বাবার মৃত্যুর পর মা সুরতজান বিবি ভাইয়ের বাড়ি চিরিরবন্দরের দক্ষিণ ভবানীপুর গ্রাামে অবস্থান করেন। বিশ্বনাথপুর মন্ডলপাড়া গ্রামে নিহত সার্জেন আলতাফ মন্ডলের বাড়িতে রয়েছে তার বড় ভাই মোশাররফ হোসেন (৪৪)।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রোববার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বিদ্রোহীদের হামলায় বাংলাদেশি তিন শান্তিরক্ষী নিহত হন। তাদের একজন আলতাফ হোসেন মন্ডল। আহত হন আরও ৪ বাংলাদেশি শান্তিরক্ষী। বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষের পর বোমা বিস্ফোরণে এ হতাহতের এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ