২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

আফগানিস্তানে বিমান হামলায় ১০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে চালানো বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত এবং নয়জন আহত হয়েছে। রোববার হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় এ অভিযান চালানো হয়।

হেলমান্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াতের বরাত দিয়ে ইরানে প্রেস টিভি জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ওই বিমান হামলা হয়। তিনি বলেন, আফগান সেনাবাহিনী যখন জেলায় তালেবানদের শক্ত প্রতিরোধ ব্যুহ ভেদ করার চেষ্টা করছিল তখন জঙ্গিদের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়। তালেবানরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর আগে যুক্তরাষ্ট্র কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তান দখল করে। ২০০১‌ সালের শেষ দিকে চালানো ওই আগ্রাসনে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। কিন্তু  তারপর গত ১৬ বছরেও মার্কিন সরকার আফগানিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ