কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় মধুমতি এক্সপ্রেসের দুইটিযাত্রীবাহী বগি লাইনচ্যুতের ঘটনায় দক্ষিণ অঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে রাতে ডাউন লাইন ঠিক করে ট্রেন চলাচল আংশিক সচল করে। সোববার সকাল ৮টায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের মাস্টার সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার রেলগেট এলাকায় মধুমতি এক্সপ্রেরে দুইটি বাগি লাইনচ্যুত হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে ডাউন লাইন ক্লিয়ার করা হয়। এতে ট্রেন চলাচল আংশিক সচল হয়। তিনি আরো জানান, আপ লাইন ক্লিয়ারের জন্য কাজ চলছে। খুব দ্রুত কাজ শেষে দুইটি লাইন স্বাভাবিক করা হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

