১৪ই জানুয়ারি, ২০২৬ ইং | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

নীলফামারীতে ইয়াবাসহ আটক ২

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী শহরের কলেজ স্টেশন এলাকা থেকে ইয়াবাহসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে নাহিন এ্যাগ্রো লিমিটেডের গোডাউন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো, কলেজ স্টেশন এলাকার মৃত মকমু মামুদের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাকুর (৩৫) এবং মধ্য হাড়োয়া গ্রামের পুতুল মোহন্তের ছেলে লাল বাবু (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি/তদন্ত) জহুরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ