১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১০

নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ দেবে সৌদি বিশ্ববিদ্যালয়

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

সৌদি আরবের প্রিন্সেস নৌরা বিশ্ববিদ্যালয় নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এবার তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। এই নারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রাজা সালমান নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এই প্রথম প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

গত মঙ্গলবার সৌদি আরব প্রশাসন জানিয়ে দিয়েছে, রাজ পরিবারের নির্দেশে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে। এতদিন বিশ্বে একমাত্র এই দেশেই নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। তবে এখন থেকে সৌদি আরবের নারীরাও গাড়ি চালাতে পারবেন। ভারতের এবিপি আনন্দ পত্রিকার খবরে বলা হয়, সৌদি রাজ পরিবারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বহুজাতিক গাড়ি নির্মাণকারী সংস্থাগুলি। ২০১৮ সালের জানুয়ারি থেকে সৌদি আরব সরকার গাড়ির ওপর অতিরিক্ত কর চাপানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগেই নারীরা গাড়ি চালানোর অনুমতি পাওয়ায় গাড়ি বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১০:৪৬ পূর্বাহ্ণ