১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

মহাদেবপুর উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে মিতু (৪০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মিতু মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার নান্নুর স্ত্রী। তারা মহাদেবপুর দুলালপাড়ার বাসিন্দা। আজ আনুমানিক ভোর ৪টার দিকে পরিবারের লোকজন মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সকাল ৯টা পর্যন্ত থানায় মামলা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১০:৪২ পূর্বাহ্ণ