১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

শেষ দিনে টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক :

পচেফস্ট্রুমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনে স্বাগতিকদের বিপক্ষে জয়ের জন্য ৪২৪ রানের বড় লক্ষ্যে পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪৯ রানে দিন শেষ করেছে মুশফিকুর রহিমের দল।

ব্যক্তিগত ৬ রানের মাথায় জীবন পেয়েও খুব বেশিদূর এগোতে পারেননি ইমরুল কায়েস। প্রথম ওভারেই তামিম ও মুমিনুলকে হারানোর পর দলের বিপর্যয় সামাল দিতে ভূমিকা রাখতে পারেননি বাংলাদেশি এ ওপেনার। ৪২ বলে ৩২ রান করে কেশব মহারাজের বলে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে বিদায় হন তিনি।

স্কোর : বাংলাদেশ ৪৯/৩ রান।

দক্ষিণ আফ্রিকা ৪৯৬/৩ ও ২৪৭/৬।

ব্যাটিং: মুশফিক (১৬)।

আউট: ইমরুল (৩২), মুমিনুল ০, তামিম ০।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৯:৩২ অপরাহ্ণ