১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

রংপুরে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩

রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে। হতাহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। সোমবার ভোরে উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, যাত্রী নিয়ে পিকআপটি রংপুর থেকে বগুড়া যাচ্ছিল। পথে বিপরীতমুখী সারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ