১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

মালিতে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:

আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে শহীদ ৩ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা হয়েছে। ঢাকা সেনানিবাসে জানাযায় অংশ নেন তিনবাহিনীর প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

মরদেহের সঙ্গে আসা  মালিতে নিয়োজিত জাতিসংঘের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জ্যাঁ-পল ডিকোনিন্ক সেনাসদরে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় ফোর্স কমান্ডার মালিতে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও কাজের প্রশংসা করেন। শিখা অনির্বাণে ফোর্স কমান্ডার স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

সেনাকুঞ্জে ফোর্স কমান্ডারকে সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ৩ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। এসময় আহত হন আরও ৪ জন।

নিহতরা হলেন- সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রোকোনা), সৈনিক মনোয়ার, ইষ্ট বেংগল (বরিশাল)।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৯:২৬ অপরাহ্ণ