১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

বাগমারায় বজ্রপাতে প্রাণ গেল তিন জেলের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আহত হয়ে বিলের পানিতে পড়ে মারা গেছেন তিন জেলে। একই ঘটনায় আরও নয় জেলে আহত হন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বিলসুতি বিলে এ ঘটনা ঘটে। নিহত তিন জেলে হলেন- বড়বিহানালী গ্রামের আবুল হোসেন, খুরশেদ আলম ও জালাল উদ্দিন। বড়বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী সরদার তাদের পরিচয় নিশ্চিত করেছেন। দুপুর দেড়টার দিকে স্থানীয়রা লাশগুলো উদ্ধার করে।

ইয়াসিন আলী জানান, বাগমারার বড়কয়া এলাকায় বিলসুতি বিলে দুটি নৌকায় করে জেলেরা মাছ ধরছিলেন। একটি নৌকায় ছিলেন আটজন এবং অপরটিতে ছিলেন চারজন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে চারজন থাকা নৌকার সবাই পানিতে পড়ে যান। এছাড়া অপর নৌকার নয়জন আহত হন। পানিতে পড়ে যাওয়া চার জেলের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন ডুবে যান। এতে তাদের মৃত্যু হয়।

ইয়াসিন আলী জানান, আহত নয় জেলের মধ্যে কেউ কেউ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে পড়েছিলেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তারা এখন ভালো আছেন। আর এলাকার ৪০০ থেকে ৫০০ মানুষ বিলের পানিতে সন্ধান চালিয়ে লাশগুলো উদ্ধার করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, তিন জেলেই মারা গেছেন। লাশগুলো উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ