১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৮

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক:

নাটোরে জেলা প্রশাসকের মোবাইল ফোনে কল করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করার অপরাধে শিলা খাতুন (২৪) নামে এক যুবতীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শিলা খাতুন সিংড়ার কলম পালপাড়া গ্রামের রহিম মিয়ার মেয়ে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, গত ২৯ সেপ্টেম্বর নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের মোবাইল ফোনে কল করে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করে শিলা খাতুন। প্রথমে বিষয়টি নজরে না আনলেও পরে সেই মোবাইল ফোন থেকে আবার জেলা প্রশাসককে ফোন করে পুনরায় প্রধানমন্ত্রীকে গালিগালজ করা হয়।

পরে জেলা প্রশাসক বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। সেই সূত্র ধরেই আজ বেলা ১২টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় তার ভাড়া বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ