১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) নামে এক নারীর নিহত হয়েছে। তার পরনে ছিলো সালোয়ার কামিজ।
আজ রোববার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা রেলওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবিউল্লাহ জানান অজ্ঞাতনামা ওই নারী বনরুপা রেলাইন দিয়ে পায়ে হেটে যাচ্ছিলো। এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ৩:১০ অপরাহ্ণ