২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

সেতুর গার্ডারে বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দেয়। এতে অনেক যাত্রী অল্পে রক্ষা পেলেও মারা যান হেলপার ফরহাদ আলী। তিনি রাজশাহী মহানগরীর উপ-ভদ্রা এলাকার হাসান আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার স্লুইস গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, সকালে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে উপজেলার স্লুইসগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সেতুর সঙ্গে ধাক্কায় খায়।

এই ঘটনায় অল্পের জন্য বাসের যাত্রীরা প্রাণে রক্ষা পেলেও গেটে থাকা হেলপার ফরহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, নিহত ফরহাদের লাশের ময়নাতদন্ত করা হবে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে বলেও জানান এসআই  শফিকুল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ২:২৯ অপরাহ্ণ