নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে সজল মাহমুদ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। রোববার সকালের দিকে বসুন্ধরা আবাসিক এলাকার বি-ব্লকের রোড নম্বর ১, ১৯৩ নম্বর বাসা থেকে সজলের লাশ উদ্ধার করা হয়।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) জিয়াউর আলম জানান, সজল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্সের ছাত্র। পরিবারের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতো। খবর পেয়ে ওই বাসার ৬ তলা থেকে সজলের লাশ উদ্ধার করা হয়।
গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পক্রিয়া চলছে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

