১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১১

সু চির মন্ত্রী আসছেন আগামীকাল

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে  অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী টিন্ট সোয়ে আগামীকাল সোমবার ভোরে ঢাকায় আসছেন। তিনি এদিন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ প্রাধান্য পাবে বলে জানা গেছে। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবে বাংলাদেশ। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অাগস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ