১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

নরসিংদীতে ধরা পড়ল রোহিঙ্গা যুবক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর এক হোটেলে কাজ করতে এসে চিহ্নিত হয়ে গেল মো. জয়নাল নামে এক মিয়ানমারের নাগরিক। তার পিতার নাম মৃত নূর মোহাম্মদ। তার বাড়ি আরাকানের হক্কডিন্না জেলার তুম্বরঘাটি উপজেলার মুন্সিপাড়া গ্রামে।

রোহিঙ্গা উদ্বাস্তু হিসেবে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন শরণার্থী শিবিরে থেকে জীবিকার সন্ধানে নরসিংদীর সদর উপজেলার ভগিরথপুর গ্রামে একটি হোটেলে কাজ নেন। কিন্তু ভাষা এবং চলাফেরা এলাকার লোকজনের সন্দেহ হলে তারা ঘটনাটি মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে জানায়। মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান তাকে সেখান থেকে শনিবার বিকালে উদ্ধার করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার নিকট হস্তান্তর করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে নরসিংদী জেলা প্রশাসকের নিকট পাঠিয়ে দেন। তিনি তাকে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১:২৯ অপরাহ্ণ