২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

কুমিল্লায় বাস খাদে, নিহত সাত

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চান্দিনায় বাস খাদে পড়ে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রবিবার সকাল সোয়া এগারটার দিকে উপজেলার নূরীতলায় এ দুর্ঘটনা ঘটে কুমিল্লা হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ জানিয়েছেন। তিনি বলেন, ঢাকাগামী তিশা পরিহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এসময় বাসের সাত যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত ১৬ জন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক আবু মুসা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজনের মারা যায়। আর আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি-কুমিল্লা সার্কেল) শফিকুল ইসলাম জানান, বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১:১৭ অপরাহ্ণ