১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৪

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারকে সহায়তা করতে চায় থাইল্যান্ড

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংকট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে থাইল্যান্ড। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ ও মিয়ানমার সরকারকে তারা সহায়তা দিতে প্রস্তুত।
সাম্প্রতিক রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ড এতোদিন কোন মন্তব্য করে নি। এবারই প্রথম থাই সরকারের পক্ষে এ ইস্যুতে কোন প্রতিক্রিয়া আসলো। বিবৃতিতে বলা হয়, ‘থাইল্যান্ড রাখাইন রাজ্যেরন পরিস্থিতি উদ্বেগের সঙ্গে নিবিড় পর্যবেক্ষণ করছে।’ থাই-মিয়ানমার সীমান্তে ৯ টি ক্যাম্পে মিয়ানমার থেকে যাওয়া আনুমানিক ১ লাখ শরণার্থীর প্রসঙ্গে ইঙ্গিত করে বিবৃতিতে বলা হয়, ‘রয়্যাল থাই সরকার সবসময়ই মিয়ানমারের বাস্তুচ্যুত ব্যক্তিদের যত সুরক্ষা দেয়ার বিষয়টি ব্যপক গুরুত্ব দিয়ে আসছে।’
প্রসঙ্গত, ওই ৯টি ক্যাম্পের বেশিরভাগ বাসিন্দা কয়েক দশক আগে সংঘাত থেকে পালানো শরণার্থী। সেখানে সক্রিয় বেসরকারী সংস্থাগুলোর ভাস্যমতে এদের কেউই রোহিঙ্গা নয়। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাখাইনের অস্থিতিশীল পরিস্থিতি প্রসঙ্গে থাইল্যান্ডের অবস্থান নিয়ে কিছু মানবাধিকার সংস্থা যে দৃষ্টিভঙ্গি উত্থাপন করেছে তার জবাবেই এই বিবৃতি।
উল্লেখ্য, গত সপ্তাহে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল, সহিংসতা থেকে পালানো রোহিঙ্গাদের পুশ ব্যাক করা উচিত হবে না থাইল্যান্ডের। আর দেশটির উচিত শরণার্থীদের আনুষ্ঠানিক আইনি পরিচয় এবং সুরক্ষা দেয়া। গত ২৫শে আগস্ট কিছু নিরাপত্তা চৌকিতে বিদ্রোহীদের’ হামলার অভিযোগে কঠোর অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর এ দফায় ৫ লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ১, ২০১৭ ১:৫৮ অপরাহ্ণ