১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

রোহিঙ্গাদের সাহায্যে ফ্রান্সে হচ্ছে চ্যারিটি শো

দৈনিক দেশজনতা ডেস্ক:

মানুষ মানুষের জন্য’ এই ব্রত নিয়ে ফ্রান্সের বৃহত্তম শহর ‘পিঙ্ক সিটি’ খ্যাত তুলুজে রবিবার অনুষ্ঠিত হচ্ছে চ্যারেটি শো।

ফ্রান্স বাংলাদেশ সোস্যাল অ্যান্ড অ্যাডুকেশন ডেভোলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশে বন্যার্তদের ও রোহিঙ্গাদের সহযোগিতার জন্য অনুষ্ঠিত হবে এই চ্যারিটি শো।

তুলুজ সিটি মেয়র জন লুক মোদ্যাংকসহ স্থানীয় জনপ্রতিনিধি, ফ্রান্সের বিভিন্ন সংগঠন, সাংবাদিক, ইউরোপের বিভিন্ন দেশের  বাংলাদেশি কমিউনিটির নেতারা এতে উপস্থিত থাকবেন।

বাংলাদেশি সংস্কৃতিকে ফরাসিদের সাথে পরিচিত করতে থাকছে বাংলাদেশ থেকে আগত এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চ্যারিটি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকবে ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইপিবিএ।

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির বলেন, সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় অর্ধেক মানুষ। তার উপর মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের নিয়ে দেশ আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত। দেশের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি তুলুজসহ ফ্রান্সের সকল প্রবাসী বাংলাদেশিকে চ্যারেটি সফল করতে উপস্থিত থাকার ও সহযোগিতার আহবান জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৮:০৮ অপরাহ্ণ