নিজস্ব প্রতিবেদক:
পর্যটন মেলার আজ শেষ দিন। আর শেষ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টলে উপচে পড় ভিড়। কারণ তাদের নির্দিষ্ট কিছু রুটের টিকিটে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ষষ্ঠ এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আজ শেষ দিন।
মেলায় বাংলাদেশ বিমান নির্দিষ্ট রুটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে।
রুটগুলো হলো ঢাকা-ব্যাংকক-ঢাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা।
মেলা চলাকালে যে কেউ তার পছন্দ মতো সময়ের জন্য টিকিট কাটতে পারেন। তবে টিকিট কেনার সময় থেকে ১৮০ দিনের মধ্যে ভ্রমণ করতে হবে। আর কেউ যদি পরবর্তীতে এই ১৮০ দিনের মধ্যে ভ্রমণের তারিখ পরির্তন করতে চান, তবে ১৫ মার্কিন ডলার গুণতে হবে।
বিমান ট্যাক্সসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা টিকেট দিচ্ছে ১৮ হাজার ৪শ টাকায়, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা ২৫ হাজার ৬৪৭টাকায়, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা ২৩ হাজার ৮২০ টাকায়, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ১৯ হাজার ৯৫০টাকায়, ঢাকা-কলকাতা-ঢাকা ১০ হাজার ৬৭৪ টাকায় এবং ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা ১৪ হাজার ৮৮৫ টাকায়।
অন্যদিকে অভ্যন্তরীণ রুটে পাঁচটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট নিলে রয়েছে ১০ শতাংশ ছাড়। ব্যাংকগুলো হলো- এসসিবি, ইউসিবি, এমটিবিএল, সিটি ও ইবিএল।
মেলায় প্রবেশ করতেই প্রথম স্টলটি বিমান বাংলাদেশের। সেখানে টিকিট কিনতে প্রচণ্ড ভিড় দেখা যায়। যারা আগে পাসপোর্ট সঙ্গে নিয়ে আসেনি তারা আজ টিকিট সংগ্রহ করতে পাসপোর্ট নিয়ে এসেছেন। কথা হয় মিরপুর থেকে আশা রিয়াজুল হকের সঙ্গে। তিনি বলেন, ভালো অফার ছিল কিন্তু গতকাল পাসপোর্ট সঙ্গে না থাকায় কিনতে পারলাম না।আজ কলকাতার টিকিট কিনলাম।
আবিদুর রহমান দুটি টিকিট কিনেছেন। নতুন বিয়ে করেছেন। স্ত্রীকে নিয়ে ভ্রমণে যাবেন তিনি। বেসরকারি চাকরিজীবী আবিদুর রহমান বলেন, যেহেতু ১৮০ দিন সময় আছে এর ভেতরে সময় বের করে যাবেন তিনি। ব্যাংককের টিকিট কিনেছেন তিনি।
বাংলাদেশ বিমানের জুনিয়ার কমার্শিয়াল ম্যানেজার মো. সামসুদ্দিন বলেন, মেলা চলাকালীন আমাদের এ অফার থাকবে। মেলাতেই টিকিট কিনতে হবে। এজন্য পাসপোর্ট নিয়ে আসতে হবে।
দৈনিক দেশজনতা /এমএইচ