বিনোদন ডেস্ক:
১৩টি ক্রিটিক অ্যাওয়ার্ডের মধ্যে রবীন্দ্রসংগীতে অনিমা রায়, উচ্চাঙ্গ সংগীতে প্রিয়াঙ্কা গোপ, লোক সংগীতে শফি মন্ডল, নজরুল সংগীতে নাশিদ কামাল, আধুনিক গানে ফাহমিদা নবী, চলচ্চিত্রের গানে জেমস, সেরা ব্যান্ড পার্থিব, সাউন্ড ইঞ্জনিযারিংয়ে পাভেল আরীন, সেরা গীতিকার আসিফ ইকবাল, কাভার ডিজাইনে নাহিদ, মিউজিক ভিডিওতে তানিম রহমান অংশু, সেরা নবাগত শিল্পী মেহেদী হাসান, সংগীত পরিচালনায় শফিক তুহিন গুণীজনদের কাছ থেকে পদক নেন।
পপুলার চয়েস ক্যাটাগরিতে নবাগত শিল্পী শাহিন খান, মিউজিক ভিডিওতে রম্য খান, চলচ্চিত্রের গানে ইমরান, আধুনিক গানে কুমার বিশ্বজিৎ, সেরা ব্যান্ড অবসকিওরের হাতে পদক তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদানের পাশাপাশি ছিল সাংস্কৃতিক আয়োজন। মঞ্চ মাতালেন জেমস, মমতাজ, শফি মণ্ডল, ইমরান ও পূর্ণিমা। সংগীত পরিবেশন করেন দেশের চার গুণী সুরকার আলাউদ্দিন আলী, শেখ সাদী খান, আলম খান ও আলী হোসেন। রেজওয়ানা চৌধুরী বন্যা শুনিয়েছেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’। আরো ছিল অপু বিশ্বাসের নৃত্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা ব্রাউনিয়া। পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন ইজাজ খান স্বপন। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০১৭’ চ্যানেল আই-এ প্রচার হবে ৬ অক্টোবর দুপুর ২টার সংবাদের পর।
দৈনিকদেশজনতা/ আই সি