আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকটের মধ্যেই দেশটির রাখাইন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের লোকদের যে গণকবর পাওয়ার খবর বেরিয়েছে তাতে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। সেইসঙ্গে নয়াদিল্লি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার শুক্রবার এ দাবি জানান। তিনি বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলরের দফতর থেকে প্রকাশিত বিবৃতির মাধ্যমে আমরা জানতে পেরেছি, গণকবরের সব লাশ হিন্দু সম্প্রদায়ের লোকদের। এ ছাড়া গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরও তারা প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন।
তার দেশ যেকোনো ধরনের সন্ত্রাসী কাজের নিন্দা জানায় উল্লেখ করে কুমার বলেন, ‘চলমান দ্বন্দ্বে বেসামরিক লোকদের টার্গেট করা হচ্ছে আমরা এমন যেকোনো ধরনের সন্ত্রাসী কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা আশা করছি এই অপরাধের সঙ্গে জড়িতদের সরকার বিচারের আওতায় আনতে পারবে। আমরা এও আশা করছি, সংশ্লিষ্টদের পরিবারকে নিরাপত্তাসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’
প্রসঙ্গত, মুসলিম অধ্যুষিত রাখাইন রাজ্যে সম্প্রতি একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এবং সেই গণকবরে থাকা সব লাশ হিন্দুদের বলে জানায় মিয়ানমার সরকার। রাভীশ কুমার আরো বলেন, ‘মিয়ানমারের আক্রান্ত লোকদের জন্য আমরা উদ্বেগ জানিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত।’ তিনি উল্লেখ করেন এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুর ওপর নজর রাখছে।
দৈনিকদেশজনতা/ আই সি