১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

সুনামগঞ্জে বখাটেদের ছুরিকাঘাতে কলেজছাত্র আহত

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় পূজা দেখতে গিয়ে বখাটেদের ছুরিকাঘাতে আহত হয়ে এক কলেজছাত্র ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার নাম তপু কান্তি দাস (২১)। সে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অবসরপ্রাপ্ত নাজির ও সুনামগঞ্জ শহরের ষোলঘর এলাকার বাসিন্দা বরুন কান্তি দাসের ছেলে এবং সিলেট সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

ছাত্রের বাবা বরুন কান্তি দাস ও স্থানীয়রা জানান,  শুক্রবার দিনগত রাতে কলেজ ছাত্র তপু পূজা দেখতে সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় যায়। রাত ১১টার দিকে বাসায় ফেরার পথে হৃদয় নামের এক বখাটেসহ ৩/৪ জন বখাটে তপুর পথ রোধ করে। এ সময় তপুর সঙ্গে বখাটেদের কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা তপুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তপুকে সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১০:১৬ পূর্বাহ্ণ