১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

টম অল্টার ক্যান্সারের কাছে হেরে গেলেন

বিনোদন ডেস্ক:

পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ভারতের অভিনেতা টম অল্টার মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। টম অল্টার বেশ কিছুদিন ধরেই স্টেজ ফোর ত্বকের ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। টম অল্টার স্ত্রী ক্যারোল, ছেলে জেমি ও মেয়ে আফসানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। অনেক খ্যাতিমান মোক প্রকাশ করেছেন।

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, টম অল্টার ১৯৫০ সালে মুসৌরিতে জন্মেছিলেন। উডস্টক স্কুলে তার পড়াশোনা শুরু হয়। পরে তিনি আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে ১৯৭০ সালে তিনি ভারতে ফিরে আসেন। ১৯৭২ সালে প্রায় ৮০০ জন আবেদনকারীর মধ্যে থেকে তাকে বেছে নেয়া হল পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ায় পড়ার জন্য। তিনি গোটা কর্মজীবনে ৩শ’র বেশি ছবিতে অভিনয় করেছেন টম অল্টার। বড় পর্দার পাশাপাশি টেলিভিশনেও সমান স্বচ্ছন্দ ছিলেন।

নব্বইয়ের দশকে টানা পাঁচ বছর ধরে চলা ধারাবাহিক ‘জুনুন’-এ তাকে গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছিল। টম অল্টার অভিনেতার পাশাপাশি ক্রীড়া সাংবাদিক ও পরিচালক ছিলেন। লেখক হিসেবেও তার বেশ কদর ছিল। ২০০৮ সালে তাকে ভারত সরকার ‘পদ্মশ্রী’ সম্মানে সম্মানিত করে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ণ