২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:২৭

আইইউবি’র ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:

তড়িৎ প্রকৌশলের উৎর্কষতা ও অগ্রগতির নানা দিক নিয়ে ‘এ্যাডভান্সেস ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি’র নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তড়িৎ প্রকৌশল বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি ও সাফল্য তুলে ধরে বলেন, নিত্য নতুন প্রযুক্তি ভাবনা ও উদ্ভাবন এই পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে এবং আমাদের প্রতি মুহূর্তের জীবনকে উন্নতির দিকে ধাবিত করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের বাংলাদেশ প্রধান ড. কাজী দীন মোহাম্মদ খসরু, বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআইইউবি’র উপাচার্য ও সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক এম. ওমর রহমান।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, জেনারেল চেয়ারম্যান ড. এম আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আইআইইউবি’র কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক শাহরিয়ার খান। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের অরগানাইজিং চেয়ারম্যান ড. মুস্তাফা হাবিব চৌধুরী।

উল্লেখ, তিন দিনের এই আন্তর্জাতিক সম্মেলন ২৮-৩০ সেপ্টেম্বর ইন্ডিপেনডেন্ট ইউনির্ভাসিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বের ১১টি দেশের ১৭০জন বিজ্ঞানী, গবেষক, প্রকৌশলী এবং শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। জাপান, মালয়েশিয়া ও ভারতের ৬জন মূল বক্তা সম্মেলনে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।

সম্মেলনের ১৬টি কার্যকরী অধিবেশনে দেশ-বিদেশের গবেষকদের গবেষণালদ্ধ তথ্য-উপাত্ত ও সুপারিশসমূহ নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেয়া হবে। ২০১১ সাল থেকে প্রতি দু’বছর অন্তর আইইউবি এই আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে আসছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১১:০৬ পূর্বাহ্ণ