২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৩৫

সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান বিশেষজ্ঞ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ এডভোকেট সুধাংশু শেখর হালদারের ১৩তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে চিকিৎসার শেষে তিনি ২০০৪ সালের ২৯ সেপ্টেম্বর বারডেম হাসপাতালে মৃত্যু বরণ করেন এই বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ।

শিক্ষানুরাগী সুধাংশু শেখর হালদার সংবিধানের দ্বাদশ সংশোধনী বিলের অন্যতম প্রণেতা ছিলেন। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জের শৌলখালীতে মায়ের নামে সুহাসিনী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে ঘোষকাঠী কলেজ এবং একই গ্রামে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এণ্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেন।

১৯৬৮ সালে আইয়ুব বিরোধী আন্দোলনে এবং ১৯৮২, ১৯৮৩, ১৯৮৫ সালে হুসেইন মো. এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করায় তিনি গ্রেফতার হন এবং অমানুসিক নির্যাতনের শিকার হন। ১৯৭৯ এবং ১৯৯১ সালে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বিবিসি তাকে উপমহাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৮১ সাল থেকে আমৃত্যু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

তার ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল এণ্ড বিএম কলেজ মাঠে আজ শুক্রবার আলোচনা সভা ও স্মরণিকা প্রকাশের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার ফরাশগঞ্জের তার প্রতিষ্ঠিত অনাথ আশ্রমে অনাথদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হবে। ঢাকার দয়াগঞ্জের শিব মন্দিরে বিশেষ ও অতিথি আপ্যায়ন করা হবে। ওয়ারীর সার্বজনীন দুর্গা মন্দিরে প্রয়াত সুধাংশু শেখর হালদারের আত্মার শান্তি কামনায় অষ্টমী পূজার দিন পূজা প্রদানের সকল আয়োজন করেছে তার পরিবার।

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ