১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

গাইবান্ধায় ইউপি সদস্যের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জুয়ার আসরে অভিযান চালি আমিরুল ইসলাম (২৭) নামে এক ইউপি সদস্যকে ৩ দিনের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউল আলম বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ডাদেশ দেন। আমিরুল ইসলাম উপজেলার ৭ নম্বর তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য। তিনি তালুককানুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজানুর রহমান জানান, গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর বাজারে দীর্ঘদিন থেকে জুয়া খেলা চলছিল। এরই পরিপ্রেক্ষিতে রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে জুয়াখেলার আসর থেকে ইউপি সদস্য আমিরুলকে হাতেনাতে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ইউপি সদস্য আমিরুল ইসলাম জুয়াখেলার অভিযোগ স্বীকার করায় আদালতের বিচারক তাকে ৩ দিনের কারাদণ্ডাদেশ দেন। ইউপি সদস্য আমিরুলকে রাতেই গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মজিবুর রহমান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ