স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে আফগানিস্তানকে ২২৩ রানের টার্গেট দেয় বাংলাদেশের যুবারা। এরপর জবাব দিতে নেমে ৩৪ ওভার ২ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
আজ সকালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আফগান বোলার মুজিবুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮৪ রানের ৪টি উইকেট হারায় বাংলার যুবারা।এরপর হাল ধরেন বাংলাদেশ দলের তাওহিদুল। তার ব্যাটেই লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট বাংলাদেশ ২২২ রান করতে সক্ষম হয়। আফগানদের হয়ে মুজিবুর ইসলাম ৪টি এবং তারেক স্তানিকজাই ২টি উইকেট শিকার করেন।
ব্যাট করতে নেমেই বিপদেপড়া সফরকারিদের কোন ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ টিকতে পাারেননি। শেষ পর্যন্ত অলআউট হয় ৭৭ রানে। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১৬ রান আসে তারেক স্তানিকজাইর ব্যাট থেকে। এছাড়াও নাসির ওয়াহদাত ১০ রান করেন।
বাংলাদেশ দলের পক্ষে কাজী অনিক ৪টি, নাইম হাসান ৩টি এবং রবিউল ও মনিরুল ১টি করে উইকেট নেন। ব্যাট হাতে ২৪ বলে ২৭ রান এবং বোলিংয়ে ৮ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন বাংলাদেশ দলের কাজী অনিক।
বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের পাঁচ ম্যাচের সিরিজটি সিলেট ভেন্যুতেই অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচ আগামী ৩০ সেপ্টেম্বর। এরপর ২, ৪ ও ৬ অক্টোবর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে।
দৈনিক দেশজনতা /এন আর