২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৩

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিষিদ্ধ : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা উপলক্ষে এবারের তাজিয়া মিছিলে কাঁচি, ছুরি, তলোয়ার ও ধারালো জাতীয় অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার হোসেনী দালানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেছেন, শোভাযাত্রায় ঢাল, দা, বল্লম ব্যবহার ও কোনো ধরনের পটকা ফুটানো যাবে না। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান আশুরা উপলক্ষে ইমামবাড়া থেকে এবারও তাজিয়া মিছিল বের হবে। এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হোসেনী দালানের প্রতিটি গেটে থাকবে আর্চওয়ের ব্যবস্থা। ইমামবাড়ায় প্রবেশ করতে হলে আর্চওয়ের ভেতর দিয়েই তল্লাশির মাধ্যমে সবাইকে প্রবেশ করতে হবে। প্রতিটি ইমামবাড়া সিসিটিভির আওতায় থাকবে।

কমিশনার বলেন, এ দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অনুষ্ঠান পালন করার অধিকার রয়েছে। আর সে অনুষ্ঠানগুলো যেন ঠিক মত হতে পারে সেজন্য নিরাপত্তার বিষয় দেখবে রাষ্ট্র ও পুলিশ। সেজন্য মহররমের দিন শিয়া সম্প্রদায়ের যতগুলো ইমামবাড়া আছে সেগুলোর প্রতিটি সিসিটিভির আওতায় থাকবে। সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটি ইমামবাড়া সুইপিং করা হবে। পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিএমপির ডগ স্কোয়াড ও র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, মিছিলের বিভিন্ন রুটে ব্যারিকেড ব্যবস্থাপনা, পিকেট ব্যবস্থাপনা থাকবে। এছাড়া নির্ধারিত পোশাক ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মিছিলের আগে-পিছে পুলিশ মোতায়েন থাকবে।

এ সময় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়, গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কমিশনার বলেন,এবার শারদীয় দুর্গাপূজার বিসর্জন ও আশুরার তাজিরা মিছিল একই দিনে উদযাপিত হচ্ছে। সে কারণে শোভাযাত্রা ও আশুরা মিছিলের অনুষ্ঠান উভয় সম্প্রদায়ের আয়োজকদের সাথে আলোচনা করে সমন্বয় করা হয়ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর মিছিলটি যেন সময়মতো শুরু হয়ে দ্রুত সময়ের মধ্যে শেষ হয়, সেজন্য আয়োজকদের সাথে আলোচনা করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৯:০৩ অপরাহ্ণ