২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:২৪

নারায়ণগঞ্জ লিংক রোডে কেমিক্যালবাহী কাভার্ডভ্যানে বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ কোর্টের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। এতে রাত ১১টা পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক জনান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও গাড়ির চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। এজন্য কেমিক্যালের মালিকের নাম জানা যায়নি।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। এজন্য যান চলাচল বন্ধ ছিল। পরে আগুন নেভার পর যান চলাচল স্বাভাবিক করা হয়।

কেমিক্যালবাহী বিস্ফোরিত ওই গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-অ ১৪-০১৫৮। এর চালক ও মালিকের সন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ