নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার উখিয়ার ইনানি সমুদ্র সৈকতের কাছে রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ডুবির ঘটনায় ১৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে ৯ শিশু ও ৫ নারী রোহিঙ্গার লাশ। জীবিত উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।
আজ বৃহস্পতিবার বিকালে জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানান, বিকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী একটি ট্রলার উখিয়ার ইনানি সমুদ্র সৈকতের কাছাকাছি পৌঁছে ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। ঘটনার পর স্থানীয় জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

