নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের একটি আদালত পৃথক দুটি হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে । বৃহস্পতিবার কিশোরগঞ্জের দ্বিতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান ভৈরব উপজেলার চণ্ডিবেড়-দক্ষিণপাড়া গ্রামের জামালউদ্দিনকে হত্যার দায়ে একই গ্রামের রফিকুল ইসলাম রফিককে মৃত্যুদণ্ড প্রদান করেছেন।
রফিকুল ইসলাম জামিনে গিয়ে পলাতক ছিলেন। জামালউদ্দিনের ভৈরব ফেরিঘাটে একটি মুদির দোকান রয়েছে। ২০১৫ সালের ২৩ এপ্রিল দুপুরে ভৈরব ফেরিঘাটে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে রফিকুল ইসলাম একপর্যায়ে মুদির দোকানি জামালউদ্দিনের বুকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়। ভৈরব থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে আসামি রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ক্ষিতীশ চন্দ্র দেবনাথ।
একই আদালত বৃহস্পতিবার কটিয়াদী উপজেলার চরপুক্ষিয়া গ্রামের জয়নাল আবেদীনকে হত্যার দায়ে পার্শ্ববর্তী ঘাগইর গ্রামের আব্দুল হাকিমকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল। ২০১৪ সালের ২৫ মার্চ দুপুরে আব্দুল হাকিমের একটি ক্ষেত চরপুক্ষিয়া গ্রামের রওশনার একটি ছাগল বিনষ্ট করে। রওশনা ক্ষেত থেকে ছাগলটি আনতে গেলে আব্দুল হাকিম ক্ষিপ্ত হয়ে রওশনার হাতে দা দিয়ে কোপ দেয়। খবর শুনে বিকেলে প্রতিবেশী জয়নাল আবেদীন এর প্রতিবাদ জানানোর জন্য আব্দুল হাকিমের বাড়িতে গেলে আব্দুল হাকিম বল্লম ছুঁড়ে মারলে জয়নাল আবেদীনের বুকে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে আব্দুল হাকিমের বিরুদ্ধে প্রথমে ভৈরব থানায় মামলা ও পরে তদন্তশেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মলয় ভৌমিক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আসগর আকন্দ। উভয় ক্ষেত্রেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ প্রদান করা হয়।
দৈনিক দেশজনতা /এন আর