১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

৪৩১ কোটি টাকা ব্যয়ে ২৫টি সেতু নির্মাণে চুক্তি

নিজস্ব প্রতিবেদক:
প্রায় ৪৩১ কোটি টাকা ব্যয়ে খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ অঞ্চলে ২৫টি সেতু নির্মাণের লক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় তিনটি প্যাকেজে এই ২৫টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়িত হবে।
বৃহস্পতিবার সকালে তেজগাঁওস্থ সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মোনিকো লিমিটেড ও ডিয়েনকো’র মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চুক্তিপত্রে সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষে প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মোনিকো’র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম ভুইয়া ও ডিয়েনকো’র ব্যবস্থাপনা পরিচালক এসএম খোরশেদ আলম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন।
ওবায়দুল কাদের বলেন, চুক্তি অনুযায়ী প্যাকেজ-৩ ও প্যাকেজ-৫ এর আওতায় প্রায় ২৭৮ কোটি টাকা ব্যয়ে খুলনা অঞ্চলে ৯টি সেতু এবং গোপালগঞ্জ অঞ্চলে ৭টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে মোনিকো লিমিটেড। এ ছাড়া প্যাকেজ-৪ এর আওতায় প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে বরিশাল অঞ্চলে ৯টি সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে ডিয়েনকো লিমিটেড।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৫:৫১ অপরাহ্ণ