১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

বিধবাকে যুবলীগ নেতার ধর্ষণ: মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট ইউনিয়নে এক বিধবাকে ধর্ষণ ও ৫ মাসের ভ্রূণ গর্ভপাত ঘটানোর অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রুহিয়া থানায় ওই মামলা রুজু করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু প্রতিবেশী এক বিধবাকে বিভিন্ন সময়ে সহযোগিতার অজুহাতে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। যুবলীগ নেতা বাবলু দীর্ঘ ৩ বছর যাবত ওই বিধবার সঙ্গে অবৈধভাবে মেলামেশা করে আসছিল। এতে বিধবা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যুবলীগ নেতাকে বিয়ের জন্যে চাপ দেয়। চাপে পড়ে সময়ক্ষেপণের এক পর্যায়ে যুবলীগ নেতা ওই মহিলার গর্ভপাত করার সিদ্ধান্ত নেয়।

এদিকে গত সোমবার যুবলীগ নেতা বাবুল বিধবার স্বাস্থ্য পরীক্ষার নামে ঢোলারহাট এলাকার গ্রাম্যধাত্রী মিনা টপ্পর কাছে নিয়ে যান। সে বিধবার স্বাস্থ্য পরীক্ষার নামে গর্ভপাত ঘটায়। এতে ওই গৃহবধূর রক্তক্ষরণ শুরু হলে মঙ্গলবার বিকেলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে এবং পরদিন রুহিয়া থানা পুলিশ বাদিনীর অভিযোগ মামলা হিসেবে রুজু করে। মামলায় যুবলীগ নেতা বাবলু ও গর্ভপাত ঘটানো মীনা টপ্পকে আসামি করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় উপ পরিদর্শক তসির উদ্দীনকে। মামলার কেউ গ্রেফতার হয়নি। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, বিধবাকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৪:৫৬ অপরাহ্ণ