১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

সাভারে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আশুলিয়ার চারাবাগ এলাকার একটি গোদাম ঘর থেকে বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হলেন- গোদাম ঘরের নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর হোসেন (৩২) ও পলাশ মাহমুদ (৩৫)।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আউয়াল জানান, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আশুলিয়া থানায় চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার চার আসামির মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছেন ইস্রাফিল (২২) ও তার বন্ধু শরিফুল ইসলাম (২৩)। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত; গত শুক্রবার সন্ধ্যায় বিয়ের কথা বলে পূর্ব পরিচিত ইস্রাফিল দোষাইদ চারাবাগ এলাকায় একটি পরিত্যাক্ত গোদাম ঘরে নিয়ে যায় পোশাক কর্মীকে। সেখানে ইস্রাফিল তার বন্ধু শরিফুল ইসলামের কাছে রেখে দুই হাজার টাকা নিয়ে চলে যান।  পরে শরিফুল ও ওই গুদামের দুই গার্ড মিলে ওই শ্রমিককে ধর্ষণ করেন। পরে মঙ্গলবার বিকেলে ঘটনাটি জানাজানি হলে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ