১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৪৩

৩০ মিনিট অচল ছিল ফেসবুক

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

প্রায় ৩০ মিনিট ফেসবুকে ঢুকতে পারেনি এর ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারী সাইটটিতে ঢুকতে ব্যর্থ হয়ে জানিয়েছেন, এ সময় সাইটটি ‘নো পোস্ট টু শো’ বার্তা পাঠাচ্ছিল। দ্য ইন্ডিপেন্ডেন্টের খবর। জানা গেছে, প্রযুক্তিগত সমস্যার কারণে মার্কিন সময়ে বুধবার দুপুরে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত একটা) সামাজিক যোগাযোগ মাধ্যমটি হঠাৎ ভেঙ্গে যায়। এখন পর্যন্ত দ্বিতীয়বারের মত এ ঘটনা ঘটল জনপ্রিয় এ সাইটে। কিছু ব্যবহারকারী এখন সাইটটিতে প্রবেশ করতে পারলেও গতি কম থাকায় অনেক সময় নিচ্ছে।

এর আগে ২০১৪ সালের জুন মাসে প্রযুক্তিগত সমস্যায় পড়ে ফেসবুক। তখন ব্যবহারকারীরা সাইটটিতে ঢুকতে না পারলে দুঃখ প্রকাশ করে বার্তা পাঠানো হয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে অল্প কিছুক্ষণের মধ্যে সে সমস্যা কেটে যায়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ