১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পচেফস্ট্রুমে আর কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে দুই দলের ব্যাট-বলের লড়াই। টেস্ট ক্রিকেটের ১৭ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিতে টাইগারদের পঞ্চম টেস্ট হতে যাচ্ছে। এর আগের চার টেস্টে চারটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। এবার অবশ্য নতুন স্বপ্ন মুশফিক বাহীনির।

বাংলাদেশ চার জন বোলার নিয়ে মাঠে নেমেছে। তিনজন পেসার ও একজন স্পিনার। পেসার হিসেবে রয়েছেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরি আক্রান্ত সৌম্য সরকার একাদশে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাদ পড়ার পর এই টেস্ট দিয়ে আবারো সাদা পোশাকে ফিরলেন মাহমুদউল্লাহ।

দক্ষিণ আফ্রিকা ছয় জন ব্যাটসম্যান, একজন পেস বোলিং অল-রাউন্ডার, তিনজন পেসার এবং একজন স্পিনার নিয়ে খেলছে।

একাদশ

বাংলাদেশ :

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা :

ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক, আনদিলে ফেলুকায়ু, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল, দুয়ানে ওলিভার।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ২৮, ২০১৭ ২:০১ অপরাহ্ণ